মর্গের বারান্দায়
Date : February 3, 2021 By
মর্গের বারান্দায় শুয়ে আছে জুঁইফুল :
ছোপ ছোপ রক্ত নাকি অন্ধকার– উল্কি হয়ে
এঁকে আছে ডানায়; অশেষ ক্লান্তির ঘোরে
সিজোফ্রেনিক তুমি-আমি ও আমাদের পোষা কাক
বসে আছি ভীষণ ক্ষুধায়…
দেখা ঠিক হয়ে যাবে আবার, আমাদের : শরীরের ভেতর
আত্মার ক্ষত বয়ে হেঁটে যাবো আমরা– আবারও কোনো
ঝিঁঝিঁ দুপুর কিংবা তামাটে সন্ধ্যায়
- বই: হাড়ের গ্যারেজ