ডিজের সঙ্গে, ঘুমে
Date : February 3, 2021 By
নির্বাক কোনো সিনেমার চোখ গলে ঝরে পড়া কান্নার শব্দে
তুমি
ফিরছো পাশ; তোমার ঘুমের ঘ্রাণ ছুঁয়ে দিচ্ছে উড়াল–
অজস্র ফ্লাই-সসার– রঙিন।
আর নাইটির ভাঁজে ঘাপটি মেরে থাকা ঘামের সবুজ ঘ্রাণে
আরও বেশি ঘুম-মাতাল হয়ে ওঠলো আমার আজন্ম পথভোলা বিড়াল।
পার্টি শেষ। ক্লান্ত আমিও। বিছানায় করছি জড়ো কুড়িয়ে–
যতো আহত ডিস্কের ডানা
ও
হলুদ আর্তনাদ